পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, ভাঙা সড়ক সংস্কার ও ঢাকা-গাজীপুর রোডের রেল যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে গাজীপুরে আলোচনা সভা হয়েছে। ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’ সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মো. সামসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রিনা পারভীন, ভাষাসৈনিক অ্যাডভোকেট মো. আলাউদ্দিন হোসেন, অ্যাডভোকেট মো. আব্দুল আউয়াল ও সাংবাদিক ইকবাল আহমদ সরকার।
আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট মোসা. আয়েশা আক্তার, জিসিসি কাউন্সিলর মো. হাসান আজমল ভূঁইয়া, জিসিসি কাউন্সিলর মো. শাহজাহান মিয়া, গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মরিয়ম পারভীন ময়না ও গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, রাজধানীর পাশের গুরুত্বপূর্ণ জেলা গাজীপুরের বিভিন্ন সেক্টরে উন্নয়নের পাশাপাশি পরিবেশের দূষণ থেকে রক্ষা ও ভাওয়াল রাজবাড়ীসহ যেসব প্রাচীন ঐতিহ্য রয়েছে সেগুলো সংরক্ষণে স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের জোরালো ভূমিকা প্রয়োজন।
বিডি প্রতিদিন/এমআই