রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. নাজমুল (২৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলার তানোরে। তিনি আজিমপুরে ওই নির্মাণাধীন ভবনে থাকতেন।
শুক্রবার (২২ এপ্রিল) রাতে এই দুর্ঘটনা ঘটে। লালবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক নতুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজিমপুরে জজদের জন্য নির্মাণাধীন কোয়াটারের বহুতল ভবনের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন নাজমুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত দেড়টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ