বরিশালে ছোট দুই সন্তানের সম্পদ আত্মসাতের অভিযোগে বড় ও মেজ সন্তানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নগরীর মড়ক খোলা পোল এলাকার মৃত শাজাহান ডাকুয়ার স্ত্রী মোসা. আয়শা বেগম (৬২) অভিযোগ করেন। তার পক্ষে ছোট ছেলে হাছান ডাকুয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে ছোট দুই সন্তানের সম্পদের যথাযথ ভাগ দাবি করেন তাদের মা আয়শা বেগম। এ লক্ষ্যে তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিডি প্রতিদিন/এমআই