বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ২শ সদস্যকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার বেলা সাড়ে ১২টায় সার্কিট হাউজের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
অনুষ্ঠানে ২শ জন মুক্তিযোদ্ধার প্রত্যেকের হাতে মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, অর্র্ধ কেজি গুড়া দুধ, ২ কেজি পোলাও চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন এবং ১শ গ্রাম কিসমিস উপহার দেয়া হয়।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ, সমাজসেবা সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসনের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ ও মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক সহ অন্যান্যারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ