রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মো. সফর (২৪)। তিনি পেশায় একজন পেইন্টার ছিলেন। স্বপন দক্ষিণ বাড্ডা এলাকায় থাকতেন।
নিহতের বন্ধু কাজল সংবাদমাধ্যমকে জানান, সবুজ ও সফর মোটরসাইকেলে করে ডেমরা থেকে দক্ষিণ বাড্ডায় যাচ্ছিলেন। ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় একটি লরি তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে ছিটকে পড়ে লরির নিচে পড়ে গুরুতর আহত হন সফর। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক জানান, সফর মারা গেছেন।
তিনি আরও জানান, লরিটি আটক করেছে স্থানীয়রা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ