বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
সহকারী কমিশনার মো. খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম ও এনামুল হক, উপ-কমিশনার নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, মো. মোকতার হোসেন, মো. জাকির হোসেন, মো. আলী আশরাফ ভূঁঞা, এসএম তানভীর আরাফাত, খান মুহাম্মদ আবু নাসের ও মো. মনজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার আসন্ন ঈদে লঞ্চ ঘাট এলাকা, বাস টার্মিনাল এলাকা ও বিভিন্ন শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিগত মাসে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নগদ অর্থ ও ক্রেস্ট বিতরণ করেন পুলিশ কমিশনার।
বিডি প্রতিদিন/এএ