রাজধানীর বনানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর। তার নাম আবির (৩২)।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে বনানী ফ্লাইওভারের নিচে স্টাফ রোডের মুখে রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক রাত ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী নাজমুল হক জানান, রেল ক্রসিংয়ে দুই দিকের গেট নামানো ছিল। তখন ওই যুবক রঙ সাইড দিয়ে গেটের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে রেললাইন অতিক্রম করছিলেন।
তিনি বলেন, এসময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢামেকে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত আবির মিরপুর শিয়ালবাড়ি এলাকায় থাকতেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/কালাম