রাজধানীর বকশিবাজার মোড় থেকে কামাল (৪০) নামে এক ভবঘুরে ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার আজ সকালে শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত কামালের বাড়ি ময়মনসিংহ জেলায়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, ওই ব্যক্তি ভবঘুরে। বকশিবাজার এলাকাতেই থাকতেন। অসুস্থতাজনিত কারণে সকালে ফুটপাতে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওই এলাকার সোহেল রানা নামে আরেক ভবঘুরে জানান, কামাল দীর্ঘ ৯-১০ বছর ধরে বকশিবাজার এলাকাতেই থাকতেন। তার গলাতে একটি টিউমার হয়েছিল। সেই কারণেই তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। আজ সকালে ফুটপাতে ঘুমিয়ে থাকা অবস্থায় তিনি মারা গেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ