রাজধানীর খিলগাঁও ত্রিমোহনী ব্রিজের ঢালে লরির ধাক্কায় খলিলুর রহমান মজুমদার (৩১) নামে সিএনজি অটোরিকশার এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালক মো. আমির হোসেন (৩২) আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিলুর রহমানের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার গোমকোট গ্রামে। বাবার নাম রফিকুল ইসলাম মজুমদার।
পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল ৪টায় খলিলুরকে মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আলাউল হক জানান, দুর্ঘটনার পরপরই তেলের লরিটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন