লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল বলেছেন, জনগণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে জাতীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই। জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার। কারণ দলীয় সরকারের অধীন কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না। চলমান রাজনৈতিক সঙ্কট দূর করতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।
বৃহস্পতিবার গণতান্ত্রিক যুবদলের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইনবিষয়ক সম্পাদক এ্যাড. আবুল হাসেম ভূইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক কৃষকদলের কেন্দ্রীয় আহ্বায়ক এবিএম সেলিম, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খালেদ বিন জসিম, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের আহ্বায়ক এ্যাড. নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মন্তাজ খানসহ প্রমূখ।
সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় আহ্বায়ক আমান সোবহান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন