জাতীয় পার্টির নতুন অঙ্গ সংগঠন হিসেবে জাতীয় যুব মহিলা পার্টির আত্মপ্রকাশ ঘটেছে।
শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এক সাংগঠনিক আদেশে নাজনীন সুলতানাকে আহ্বায়ক, কানিজ আফরোজা রসুলকে যুগ্ম আহ্বায়ক, সৈয়দা জাকিয়া আফরোজ হিয়াকে সদস্য সচিব ও আফসানা ইয়াসমিন শান্তনুকে যুগ্ম সদস্য সচিব এবং তাছলিমা আক্তার, রীনা আক্তার তুলি, সীমানা আফরোজ পুতুল, ফারহানা তিসা, তাহসিন রুবাইয়াত,পালকী রেজা, রাবেয়া আক্তার মলি, এডভোকেট সোনিয়া আক্তার, তাসলিমা রহমান জুই, আখি বেগম, রিক্তা আক্তারকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
উক্ত কমিটি আগামী ২১ দিনের মধ্যে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ তালিকা কেন্দ্রীয় দফতরে জমা প্রদান এবং আগামী চার মাসের মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে জাতীয় যুব মহিলা পার্টি গঠন করে কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত করার শর্তে অনুমোদন প্রদান করেন।
জাতীয় পার্টির গঠতন্ত্রের ১২(৩) ও ৩২ (৯) ধারার প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন