রাজধানীর ডেমরায় ঘুরতে আসা দম্পতিকে মারধরের পর স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অপরাধে গ্রেফতার পাঁচজনের মধ্যে দুইজনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হলে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত সাজ্জাদ ও রনিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার বিকালে বাওয়ানী নগর আবাসিক এলাকায় ধর্ষণ চেষ্টা করা হয়। পরে থানায় অভিযোগের ভিত্তিতে একই এলাকা থেকে মো. সাজ্জাদ হোসেন, রনি মিয়া, সিয়াম হোসেন, তুষার আহম্মেদ ও সোহান মিয়াকে গ্রেফতার করা হয়। এসময় বখাটেদের কাছ থেকে ভুক্তভোগীদের দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশনস) সুব্রত কুমার পোদ্দার বলেন, ঈদের ছুটিতে শুক্রবার বিকালে ওই দম্পতি ফুঁচকা খাওয়া ও ঘুরার জন্য কামারগোপ এলাকায় যায়। ফেরার পথে বাওয়ানী নগর আবাসিক এলাকায় আসলে বখাটেরা তাদের পথরোধ করে। এসময় গার্মেন্টসকর্মী স্বামী মো. সোহানকে এলোপাথারী মারধর এবং তার গার্মেন্টসকর্মী স্ত্রীকে পাশের নিরিবিলি খালি প্লটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমনকি তারা মোবাইল ফোনে ঘটনার ছবি ও ভিডিও করতে থাকে।
ওই দম্পতির ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা হুমকি-ধমকি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী সোহান শনিবার অজ্ঞাত ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেন এবং পরবর্তীতে একই এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। তাদের মোবাইল ফোনে ওই গার্মেন্টসকর্মীকে ধর্ষণ চেষ্টার ছবি ও ভিডিও পাওয়া যায়। রবিবার তাদের আদালতে পাঠানো হলে তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আর সাজ্জাদ ও রনিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিডি প্রতিদিন/আরাফাত