বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় রাজশাহী ক্রীড়া স্কুল নির্মাণ, নগরীর ওয়াসার ভূ-উপরিস্থ পানি শোধনাগার, ৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, বিসিক শিল্প নগরী, সড়ক প্রশস্তকরণ ও রাস্তা নির্মাণ প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে ৮ কোটি টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ৩১ জন ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় রাজশাহী ক্রীড়া স্কুল নির্মাণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মোট ৩১ ব্যক্তির মাঝে ৮ কোটি টাকার এলএ (ক্ষতিপূরণ) চেক বিতরণ করা হচ্ছে।
তিনি আরও জানান, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা শতভাগ দুর্নীতি এবং দালালমুক্ত। তাই কোনো দালাল বা তৃতীয়পক্ষের আশ্রয় না নিয়ে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির মালিকানা বিষয়ক প্রমাণক কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগাযোগ করলে সীমিত সময়ের মধ্যে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পাদন করে খুব সহজেই অধিগ্রহণকৃত সম্পদের ক্ষতিপূরণ পেয়ে থাকেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা,সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সোহরাব হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ