শিরোনাম
৩ জুলাই, ২০২২ ১৯:০৬

গীতিকার ফজল-এ-খোদার মৃত্যুবার্ষিকী কাল

নিজস্ব প্রতিবেদক

গীতিকার ফজল-এ-খোদার 
মৃত্যুবার্ষিকী কাল

আগামীকাল সোমবার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমর সংগীত ‘সালাম সালাম হাজার সালাম, সকল শহিদ স্মরণে’ গানের রচয়িতা কবি, শিশুসাহিত্যিক ও বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের এই দিনে তিনি ৮০ বছর বয়সে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। এ উপলক্ষে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বিশিষ্ট কবি ফজল-এ-খোদা যে ডায়েরিতে তার ‘সালাম সালাম হাজার সালাম, সকল শহিদ স্মরণে’ গানটি লিখেছিলেন, বর্তমানে সেই ডায়েরিটি সংরক্ষণের জন্য গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃক নির্মিত তথ্যচিত্র ‘বঙ্গবন্ধুর জীবনে সুর ও ছন্দের ঝংকার’-এ ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি রচনার প্রেক্ষাপট এবং গানটি বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় ছিল বলে উল্লেখ করা হয়েছে।

ফজল-এ-খোদা ১৯৪১ সালের ৯ মার্চ পাবনার বেড়া উপজেলার বনগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা-উত্তর সকল সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। একাত্তরের এপ্রিল মাসে তৎকালীন রেডিও পাকিস্তানের চাকরি ছেড়ে ২ নম্বর সেক্টওে রণাঙ্গনে মুক্তিযুদ্ধে যোগ দেন। তিনি ছিলেন বাংলাদেশ বেতারের মুখপত্র ‘বেতার বাংলা’র প্রথম সম্পাদক। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর