রাজশাহীর মোহনপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় জড়িয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুনতাসীর মামুন। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার চাক গোবিন্দপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। সোমবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, মুনতাসীর মামুন একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন। সোমবার রাতে তিনি বাড়ি থেকে রাজশাহী যাওয়ার পথে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুরের সাঁকোয়া মাদ্রাসা মোড়ে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলসহ তিনি ট্রাকের নিচে আটকে পড়ে প্রায় এক কিলোমিটার ছেঁচড়ে যান। এরপর সইপাড়া মোড়ে ট্রাক রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে মোহনপুর উপজেলা দমকল বাহিনীর সদস্যরা মুনতাসীরকে উদ্ধার করে প্রথমে মোহনপুর উপজেলা সদর এবং পরে রাজশাহী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ