ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. খসরু চৌধুরী বলেছেন, আগস্ট মাস বাংলার মানুষের জন্য দুঃখের মাস। ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল সুদূরপ্রসারী পরিকল্পিত। দেশের ভেতরের ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যায়। বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে শুরু হয় মিথ্যা অপপ্রচার। অবশেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭ নং ওয়ার্ড মর্নিংওয়ার্ক সিটিজেন সোসাইটির উদ্যোগে ও কেসি ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত মিলাদ-দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহ আলমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন