রংপুর থেকে নিখোঁজের ১২ দিন পর ঢাকার খিলক্ষেত এলাকা থেকে দুই স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) ঢাকার খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় ব্যাপারীপাড়া বাজার মাদরাসা ও এতিমখানা জামে মসজিদ এলাকা থেকে ওই দুই স্কুলছাত্রকে উদ্ধার করে রংপুর মহানগর ডিবি পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মিডটার্ম পরীক্ষায় ভালো করতে না পেরে তারা বাড়ি ছেড়ে পালিয়েছিল।
আজ শুক্রবার দুপুর ১২টায় রংপুর মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের নবম শ্রেণির দুই ছাত্র আলভি ও সামী গত ৩১ জুলাই নগরীর ধাপ শ্যামলী লেনের বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু তারা আর ফিরে না যাওয়ায় পরদিন ১ আগস্ট রংপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন দুই ছাত্রের বাবা। কিন্তু সঙ্গে মোবাইল ফোনসহ কোনো ডিজিটাল ডিভাইস না থাকায় তাদের অবস্থান নির্ণয় করতে পারছিল না পুলিশ।
তিনি আরও জানান, পরে নানা কৌশল ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই দুই ছাত্রের অবস্থান নির্ণয় করে পুলিশ। পরে রংপুর মহানগর ডিবি পুলিশের এসআই মজনু মিয়ার নেতৃত্বে একটি দল রাজধানীর খিলক্ষেত থানা পুলিশের সহযোগিতায় খিলক্ষেতের ব্যাপারীপাড়া বাজার মাদরাসা ও এতিমখানা জামে মসজিদ এলাকায় অবস্থান নেয়। পরে ওই দুই ছাত্রকে উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ