ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রোহিতপুরের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিসিক শিল্পনগরীর প্রাইম প্যাকেজিং কোম্পানির ওই কারখানায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রাত ২টা ২০ মিনিটে ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
এর আগে তিনি জানান, ‘শুক্রবার রাত ১১টা ৩৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। হতাহতের খবর জানা যায়নি। আগুন নিভলেই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।’
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ ওই কারখানায় আগুন লাগার খবরটি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর