সিলেটের চা শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ধ্রুবতারা ইয়্যুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন বরিশালের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিভাগীয় সভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম.এ জলিল, শ্রমিক নেতা অ্যাডভোকেট এ কে আজাদ, নদী-খাল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু এবং ছাত্রনেতা সুজয় শুভসহ অন্যান্যরা।
বক্তারা সিলেটের চা শ্রমিকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ৩শ’ টাকা দৈনিক মজুরির দাবি মেনে নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল