আজ ২১ আগস্ট, ২০০৪ সালের এই দিনে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। সেই হামলার ১৮তম বার্ষিকীতে আজ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে।
এ উপলক্ষে আজ সকাল থেকেই ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে বলে কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেসক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে এসব এলাকার সড়কে সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে।
তাই উল্লিখিত এলাকায় চলাচলের ক্ষেত্রে ঢাকা নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ