২০০৪ সালে ২১ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠন। রবিবার দুপুরে কাচারী বাজারে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফির সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সহ-সভাপতি রেজাউল ইসলাম মিলন, অ্যাডভোকেট দিলশাদ ইসলাম মুকুল, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন প্রমুখ।
এছাড়া রংপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গ্রেনেড হামলা দিবসের আলোচনা সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া ও আলোচনা সভা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই