সাভারে ইয়াবা ও গাঁজাসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ আগস্ট) দিবাগত রাতে সাড়াশি অভিযান পরিচালনা করে সাভার ও আশুলিয়া থেকে তাদেরকে আটক করা হয়। আজ সোমোবাড় সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি ইয়াসিন মুন্সী।
ডিবি পুলিশ জানায়, রাতে আশুলিয়া থানার দোসাইদ বড় বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল খালেককে (৬২) ১০০ লিটার চোলাই মদ, দিয়াখালী এলাকায় সাফী দেওয়ান (৪০) ও মামুন আহমেদ মিন্টুকে (৩৪ )পঞ্চাশ পিস ইয়াবা,বগাবাড়ি এলাকা থেকে রফিকুল ইসলামকে (৪৫) ২০০ পিস ইয়াবা, জামগড়া থেকে আয়েশা বেগমকে (৩০) দুই কেজি গাঁজা ও সাভারের বিরুলিয়ায় গোলাপবানুকে (৪৫) ৫৭ পুড়িয়া হিরোইনসহ আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ