যৌতুকের দাবিতে নির্যাতন ও হত্যা চেষ্টা মামলায় খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক সোবাহান মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট (গ্রেফতারি পরোয়ানা) জারি করেছে আদালত। মঙ্গলবার খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আবদুস ছালাম খান এ ওয়ারেন্ট জারি করেন।
২০২১ সালের ১৫ ডিসেম্বর সোবাহান মোল্লার দ্বিতীয় স্ত্রী ফারজানা বিনতে ফাকের আদালতে মামলা করেছিলেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মোমিনুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন। সোবহান মোল্লা বর্তমানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত রয়েছেন। তিনি মাগুরার চন্দনপ্রতাপ গ্রামের আব্দুস সবুর মোল্লার ছেলে।
আইনজীবী মোমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর তথ্য গোপন করে ২০২০ সালের ১২ মে ফারজানা বিনতে ফাকেরকে বিয়ে করেন সোবাহান। সোনাডাঙ্গা থানায় কর্মরত থাকাকালে সোবাহান দ্বিতীয় স্ত্রী ফারজানাকে যৌতুকের দাবিতে একাধিকবার মারপিট করেন। ওই সময় আহত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনায় ফারজানা আদালতে মামলা করলে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন আদালত। পিবিআই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিলে শুনানি শেষে সোবাহানের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর