রংপুর-বদরগঞ্জ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের পার্কের মাথা বাজারে সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবল ফরহাদ দিনাজপুর জেলার জালালপুর ইউনিয়নের আব্দুস সামাদের ছেলে। তিনি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানায় কর্তব্যরত ছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, পার্কের মাথা বাজারে কাছে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ফরহাদ হোসেন ঘটনাস্থলে মারা যান।
অপর মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। রাতে নিহতের লাশ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর