রাজধানীর মিরপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আশরাফুর আলম উজ্জ্বল (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীন এ রায় ঘোষণা করেন। আসামি পলাতক থাকায় আদালত তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। রায় ঘোষণা শেষে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিমের মা পোশাককর্মী ও বাবা রিকশাচালক। ২০১৯ সালের ৪ মে মা-বাবা কাজের উদ্দেশ্যে বের হলে পাশের রুমের ভাড়াটিয়া আশরাফুর আলম উজ্জ্বল ছয় বছর বয়সী শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিরপুর মডেল থানায় ৮ মে মামলা করেন ভুক্তভোগীর মা। মামলা তদন্ত করে একই বছরের ২৫ জুন উজ্জ্বলকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন খান। অভিযোগপত্রে ছয়জনকে সাক্ষী করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল