রংপুরে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছে মসিউর রহমান রাঙ্গা এমপির সমর্থকরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর জাহাজ কোম্পানি মোড়ে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়।
এ সময় তারা নানা স্লোগান দেন। এ কর্মসূচি পালনকালে জাহাজ কোম্পানি মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর বিক্ষোভকারীরা জাহাজ কোম্পানি মোড় থেকে একটি মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করতে থাকে।
তখন সোনালী ব্যাংকের সামনে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা দাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ হয়। মিছিল অংশ নেন জেলা মোটর মালিক সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নানসহ রাঙ্গা সমর্থকরা।
পরে প্রেসক্লাবের সামনে জি এম কাদের সমর্থকরা প্রতিবাদ সমাবেশ করেন।
এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমানকে ফোন করলে তিনি ব্যস্ততা দেখিয়ে কথা বলেননি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ