বরিশালে সুষ্ঠু-সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। প্রথমবারের মতো ২ ঘণ্টা সময়ে এসএসসি পরীক্ষা দিল শিক্ষার্থীরা। তবে ১০০ নম্বরের পরীক্ষা হলে ভালো হতো বলে মনে করেন পরীক্ষার্থীরা।
পরীক্ষা শুরুর পর বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তারা সরকারী বালিকা বিদ্যালয় এবং জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করে সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ১ হাজার ৪৬৩টি বিদ্যালয়ের ৯৫ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। যার মধ্যে ছাত্র ৪৬ হাজার ৩৪৬ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৬৩০ জন।
এদিকে সুষ্ঠু-সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রতিটি সরকারী কলেজের একটি করে এবং শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ মোট ৯টি ভিজিলেন্স টিম গঠন করেছে। এছাড়া জেলা এবং উপজেলা প্রশাসনও পরীক্ষা হল তদারকী করছে বলে জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। আগামী পহেলা অক্টোবর এবারের এসএসসি পরীক্ষা শেষ হবে বলে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ