সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেনের ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকালে ধানমন্ডি মডেল থানা পুলিশ তার হাতে ফোনটি তুলে দেন।
ফোনটি পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ডা. মুশতাক হোসেন। তিনি বলেন, ‘আমি পুলিশের সিআইডি বিভাগ, ধানমন্ডি মডেল থানা কর্তৃপক্ষ, ডা আয়েশা আখতারসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। '
ডা. মুশতাক হোসেন বলেন, ‘গত ২৩ জুলাই রাত ৯টার দিকে আমি ধানমন্ডি ২নং সড়ক দিয়ে গাড়িতে করে বাসায় ফিরছিলাম। যানজটের কারণে গাড়ি ধীরে চলছিল। এমন সময় খোলা জানালা দিয়ে একজন অজ্ঞাতনামা ছিনতাইকারী আমার ফোনটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। আইনশৃঙ্খলা কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানানো হয়। ধানমন্ডি মডেল থানাতে ঘটনার সাধারণ ডায়েরি করা হয়।’
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ডা. আয়েশা আখতার ফোন উদ্ধারে আমার সাহায্যে এগিয়ে আসেন। তিনি সবসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ অব্যাহত রাখেন। পুলিশের সিআইডি বিভাগ দ্রুত তৎপর হয়ে ফোনের অবস্থান নিশ্চিত করেন ও ধানমন্ডি মডেল থানাকে অবহিত করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি থানা ফোনটি উদ্ধার করে আমাকে জানান। আমি সে সময় সপ্তাহখানেক বিদেশ সফর শেষে কোভিড-১৯ আক্রান্ত হয়ে নিভৃতবাসে থাকায় ফোনটি হাতে পেতে সময় নিই।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ