ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে বিপাকে পড়েছেন বলে দাবি করেছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম।
ফেসবুকে পোস্ট দেওয়ার পর তাকে গালিগালাজ ও মারার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শুক্রবার রাজধানীর বনানী থানায় আশরাফুল এই জিডি করেন। এর আগের দিন বৃহস্পতিবার তাকে মোবাইল ফোনে গালিগালাজ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটে বলে উল্লেখ করেছেন তিনি।
আশরাফুল অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ইতিবাচক কাজগুলো তুলে ধরে আমি ফেসবুকে লিখেছিলাম। এ কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান ও মাহবুব খান আমাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার হুমকি দেন।
তবে আশরাফুলকে গালাগালি ও মারার হুমকির বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন আরিফুজ্জামান আল ইমরান। আশরাফুল ইসলামের জিডির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে বনানী থানার উপপরিদর্শক (এসআই) শামছুর রহমানকে।
বিডি প্রতিদিন/কালাম