বরিশালের উজিরপুরের সরকারি শেরে বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি হত্যা, চেষ্টা, চাঁদাবাজি, ভাংচুর ও লুটসহ একাধিক মামলার আসামি শাকিল মাহামুদ আউয়াল খানের বিচারের দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
শেরেবাংলা কলেজ ছাত্রলীগ এবং স্থানীয় আওয়ামী লীগের ব্যানারে আজ শনিবার বিকালে শিকারপুর বাজারে প্রতিবাদ সমাবেশ ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় সড়ক অবরোধ করলে ভোগান্তিতে পড়ে চলাচলকারীরা। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আউয়ালকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর