১ অক্টোবর, ২০২২ ০৭:৩১

রাজধানীতে গৃহবধূর মৃত্যু, স্বামী বলছেন 'অন্যকিছু'

অনলাইন ডেস্ক

রাজধানীতে গৃহবধূর মৃত্যু, স্বামী বলছেন 'অন্যকিছু'

প্রতীকী ছবি

রাজধানীর মীরবাগ এলাকায় উম্মে হাবিবা মুন্নি (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে মৃত মুন্নির স্বামী হাসান তারেক দাবি করছেন, তার স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছেন। 

তিনি বলেন, আমার স্ত্রী রাতে ছেলেকে চড় দিলে আমি এটা নিয়ে তাকে বকা দেই। এ নিয়ে আমাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ওপর অভিমান করে সে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর