রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ের একটি বাসা থেকে আয়েশা ইয়াসমিন বানু (৫৬) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৪টার দিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে আসাদ অ্যাভিনিউয়ের একটি বাসা থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত