রংপুরের বদরগঞ্জে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হল- মুস্তাফিজুর রহমানের ছেলে মনিরুজ্জামান (৬) ও গোপালপুর মধ্যপাড়া গ্রামের আনারুল হকের ছেলে বিজয় বাবু (৪)।
উপজেলার গোপালপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে গতকাল শনিবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শিশু মনিরুজ্জামান ও বিজয় বাবু বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। মনিরুজ্জমানের মা কান্নাকাটি শুরু করলে এক যুবক পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার হয়।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, নিহত শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর