রাজধানীর গুলিস্তানে দুই বাসের চাপায় হালিমা বেগম (৫০) নামের এক নারী নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার দুর্ঘটনার দুই ঘণ্টার মধ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তবে প্রাথমিকভাবে গ্রেফতার চালকের নাম-পরিচয় জানানো হয়নি।
এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার দুপুরে টিকাটুলি র্যাব-৩ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
আজ সকাল সাড়ে ৯টার দিকে গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশবক্সের পাশে দুই বাসের চাপায় হালিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ