পঞ্চগড়ে বোদা উপজেলার করতোয়া নদীতে ঘাট ইজাদারকে যে শর্তে নদী পারাপারে নৌকা ইজারা দেয়া হয়েছিল তা তিনি মানেননি। সেখানে ইজারাদার, নৌকা চালকসহ সংশ্লিষ্ট কেউই দায়িত্বশীল আচরণ করেননি। যার ফলে একজন নিখোঁজসহ অকালে প্রাণ হারিয়েছেন ৭১ জন।
মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রংপুর বিভাগের আয়োজনে ফায়ার সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। তিনি বলেন, দুর্ঘটনা যাতে না ঘটে সেই ব্যপারে আগে থেকেই সচেতনতাসহ সতর্কতা অবলম্বন করা উচিত। এজন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কারণ অগ্নিদুর্ঘটনা, সড়ক দুর্ঘটনাসহ যেকোনো দুর্ঘটনা শুধু আইনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব না, যতক্ষণ জনসচেতনতাসহ আইনের প্রতি শ্রদ্ধা বাড়ানো না যাবে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগীয় উপ-পরিচালক জসিম উদ্দিন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, রংপুরে গত এক বছরে ৪ হাজার অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ২৪১ জন। সরকারি- বেসরকারি হাসপাতালসহ প্রায় ৮০ ভাগ ভবনে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। সরকারি বিধিনিষেধ ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ ও অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম মানছেন না ভবন মালিকরা।
জেলা প্রশাসক আসিব আহসানের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি এ এফ এম আনজুমান কালাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান। স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রংপুর বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন। এর আগে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল