বরিশাল জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর ফকিরবাড়ি রোডে জেলা ছাত্র ফেডারেশন কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি মো. জাবেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক দেওয়ান আবদুর রশীদ নিলু, ছাত্র ফেডারেশনের সহসভাপতি হাছিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাইদুল ইসলাম সাকিব ও বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব তানজিলা খাতুন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক সহ সংবর্ধনা দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল