রাজধানীর শান্তিনগরের একটি বাসায় ইফতিয়াক মাহমুদ সাফি (২১) নামে এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয়।
জানা গেছে, পরিবারের সঙ্গে শান্তিনগর ১২৯ নম্বর স্কাই ভিউ এপার্টমেন্টের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। ইফতিয়াক ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। বর্তমানে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে ইফতিয়াক ছিলেন মেজো।
ইফতিয়াকের বাবা মো. গোলাম ফারুক রানা জানান, শুক্রবার রাতে তাকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। তখন তাদের সন্দেহ হলে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় গলায় মাফলার পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে শনিবার ভোরের দিকে তার মৃত্যু হয়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এমআই