৭ জানুয়ারি, ২০২৩ ১৩:২৮

আজও মেট্রোরেলে উঠতে যাত্রীদের দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক

আজও মেট্রোরেলে উঠতে যাত্রীদের দীর্ঘ লাইন

ছুটির দিনে শীত উপেক্ষা করে মেট্রোরেলে উঠতে সকাল থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে।

আজ সকালে রাজধানীর আগারগাঁও এবং উত্তরা মেট্রো স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকাল থেকেই যাত্রীদের মেট্রোরেলের গেটে দীর্ঘ লাইন দেখা গেছে। গেট খুলে দেওয়ার পর যাত্রীরা আবার টিকেট কাটার লাইনে দাঁড়িয়ে পড়ছেন। যাদের এমআরটি পাস রয়েছে তাদের লাইনে দাঁড়াতে হচ্ছে না। এ দিকে টিকিট কাটতে গিয়ে অনেক যাত্রীকে ভোগান্তি পোহাতে হয়েছে বলে জানা গেছে।

২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাবাসীর বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর