গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে মারা যাওয়া এই মুসল্লির নাম আনিসুর রহমান (৭১)। তিনি ঢাকার বংশালের কাজী আলাউদ্দিন রোড এলাকার বাসিন্দা ছমির উদ্দিনের ছেলে।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম সংবাদমাধ্যমকে জানান, আনিসুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এ নিয়ে বিশ্ব ইজতেমা ময়দানের ৮ মুসল্লির মৃত্যু হলো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা যায়, মারা যাওয়া বাকি ৭ জন হলেন সিলেটের জৈন্তাপুর থানার হরিপুর হেমুবটেপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩), গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০), ঢাকার কেরানীগঞ্জ থানার হাজি মোহাম্মদ হাবিবউল্লাহ হবি (৬৮), খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া এলাকার মৃত মোবারক হোসেন খানের ছেলে মোফাজ্জল হোসেন খান (৭০), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার মধ্যেকামার এলাকার আদিল উদ্দিন সিকদারের ছেলে আক্কাস আলী সিকদার (৫০), চট্টগ্রাম সদর উপজেলার রাওজান এলাকার আবদুর রশিদের ছেলে আবদুর রাজ্জাক (৭০), নরসিংদী জেলার মনোহরদী উপজেলাার মাছিমপুর এলাকার মৃত রহমতুল্লাহর ছেলে হাবিবুর রহমান হবি (৭০)। তাদের মধ্যে ছয়জন বার্ধক্যজনিত ও একজন শ্বাসকষ্টে মারা যান। মৃতদের মধ্যে শনিবার ভোরে দুজন, শুক্রবার তিনজন এবং বৃহস্পতিবার দুজন মারা যান। বিভিন্ন সময়ে ইজতেমা ময়দানে তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ