জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দেয়ালের পাশে ছিনতাই করার আধঘণ্টার মধ্যেই তিন জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের প্রান্ত্রিক এলাকার বিএলআরআই গেটের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর আধঘন্টা পর সাড়ে ৮টার দিকে সাভার হাইওয়ে থানা পুলিশ ও জাবি প্রশাসনের যৌথ চেষ্টায় তিন কিশোর ছিনতাইকারীকে আটক করা হয়।
আটক তিন কিশোর হল- ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সুর্বণপুর গ্রামের শাহীনের ছেলে সুমন (১৫), রংপুরের ডিমলা উপজেলার কারিরা চাপানি গ্রামের আসাদের ছেলে সম্রাট (১৪) ও ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া গ্রামের আজিমের ছেলে জীবন (১৮)। তাদের সবাই জাহাঙ্গীরনগরের পেছনে ইসলামনগরে ভাড়া থাকে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আজিজুল হক বলেন, ছিনতাই হওয়া ব্যক্তি প্রথমে আমাদের খবর দেয়। পরে আমার ঘটনাস্থলে পৌঁছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহয়তায় তিনজনকে আটক করতে সক্ষম হই। তিন ছিনতাইকারী ও ভুক্তভোগীদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ