ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ওসি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়। আদেশে বলা হয়, শাহআলী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসানকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক গোয়েন্দা-মিরপুর বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহআলী থানায় বদলি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন