আহ্বায়ক কমিটি গঠনের মধ্যদিয়ে ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতির যাত্রা শুরু হয়েছে। গত শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গ্রিন রোডের ইউসিসি মিলনায়তনে ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতি গঠনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঢাকায় বসবাসকারী নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। আলোচনা সভায় পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, একতা, সৌহার্দ্য ও সম্প্রীতির লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
একেএম শাহজাহান ইয়ার চৌধুরীকে আহ্বায়ক ও মাসুদ তালুকদারকে সদস্য সচিব করে ঢাকাস্থ খালিয়াজুরী উপজেলা সমিতির ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- বিপ্লব ভৌমিক, মো. কাজী আলম, শরীফুজ্জামান সরকার (বিপুল), সুমন রায় তালুকদার, নুসরাত জাহান মনি, সাখাওয়াত হোসেন, পুলক ভট্টাচার্য, মো. জামাল উদ্দিন, লুৎফুল্লাহ আল মামুন, রুবেল সরকার, শাকিল আজাদ, শওকত হোসেন, কানন চৌধুরী, শান্তনা রানী সরকার ও শুভ আহমেদ।
বিডি প্রতিদিন/আরাফাত