রংপুর নগরীতে অ্যাম্বুলেন্সের চাপায় এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে বুড়িরহাট সড়কের শীতল কমিউনিটি সেন্টারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর ধাপ এলাকার রাসেল আহমেদের কন্যা আমিরা খাতুন মাইরা (৪) স্থানীয় বিএম স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী। দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স চাপা দিলে ঘটনাস্থলেই মাইরা মারা যায়।
পুলিশ অ্যাম্বুলেন্স চালক নগরীর হাজিপাড়া এলাকার মইনুল ইসলামের ছেলে রিফাত হোসেনকে গ্রেফতার করেছে এবং অ্যাম্বুলেন্সটি জব্দ করে।
ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এমআই