৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:০২

রাজধানীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীতে হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর কমলাপুরে একটি আবাসিক হোটেল থেকে শাহ ত্রিপুরা (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাকে উদ্ধার করা হয়। নিহতের গ্রামের বাড়ি খাগড়াছড়ির সদর উপজেলার গোমতীতে। 

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজ উদ্দিন জানান, আমরা খবর পেয়ে মতিঝিলের উত্তর কমলাপুরে একটি আবাসিক হোটেলের ৬০১ নম্বর রুম থেকে শাহ ত্রিপুরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এক সপ্তাহ আগে ওই আবাসিক হোটলের ৬০১ নম্বর রুম ভাড়া নেন শাহ ত্রিপুরা। আজ সকালে দরজা না খুললে হোটেল কর্তৃপক্ষ অন্য চাবি দিয়ে রুমের ভেতরে গিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। পরে পুলিশকে খবর দিলে আমরা গিয়ে উদ্ধার করি।

মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর