৭ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:০০

‘স্মার্ট সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

‘স্মার্ট সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা

রংপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকমুক্ত সমাজ গঠনে ইমামদের গুরুত্ব তুলে ধরে রংপুরে ‘স্মার্ট সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এই আলোচনা সভার অনুষ্ঠিত হয়। 

ইসলামিক ফাউন্ডেশন রংপুরের পরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার নুরে আলম মিনা। বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, উপ-পুলিশ কমিশনার আবু বক্কর সিদ্দিক, আবু মারুফ হোসেন, মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম মাওলানা মো. আখেরুজ্জামান আজাদী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রকিব উদ্দিন আহমেদ, কোর্ট মসজিদের খতিব মাওলানা মো. হাফিজুল ইসলাম, কেরামতিয়া জামে সমজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন, কারমাইকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী সরকার।  
  
আলোচনা সভার প্রধান অতিথি পুলিশ কমিশনার নুরে আলম মিনা বলেন, ধর্মীয় চেতনায় সকল পর্যায়ের মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে ইমামগণ জুমার খুতবাসহ বিভিন্ন ধর্মীয় আলোচনায় বিষয়গুলোর উপর আলোকপাত করতে পারেন। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর