বরিশালে বিভাগীয় জনসমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই জনসমাবেশ করে তারা।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন জোটের কেন্দ্রিয় সমন্বয়কারী কমরেড রুহিন হোসেন প্রিন্স।
জোটের সিনিয়র নেতা নৃপেন্দ নাথ বাড়ৈর সঞ্চলনায় জনসমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা কমিউনিস্ট সভাপতি অধ্যাপক মিজানুর রহমান সেলিম, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকন প্রমুখ।
এর আগে বিভাগের বিভিন্ন এলাকা থেকে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা লাল পতাকা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়।
বিডি প্রতিদিন/এএ