আইইবি'র নির্বাচনে প্রদত্ত ভোটের সর্বাধিক ভোট পেয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি মোট ৩৭৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সবুর-মঞ্জু প্যানেল হতে নির্বাচিত হয়েছেন।
উল্ল্যেখ্য, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবি'র ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে সবুর-মঞ্জু প্যানেলে প্রকৌশলী আব্দুস সবুর প্রেসিডেন্ট এবং মঞ্জুরুল হক মঞ্জু সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত সহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন