ফতুল্লায় একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে ফতুল্লার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক শেখ দীপু জানান, গোপন সংবাদ পেয়ে পাগলা এলাকায় অভিযান চালানো হয়। সেখানে গেলে ট্রাকে থাকা দুই ব্যক্তি তাদের দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
পর তারা ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেনসিডিল ও দুই বোতল মদ উদ্ধার করে। এ বিষয়ে ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই