১৬ মার্চ, ২০২৩ ০৯:০৭

লালমাই উপজেলা নির্বাচনে ভোটার শূন্য কেন্দ্র!

কুমিল্লা প্রতিনিধি

লালমাই উপজেলা নির্বাচনে ভোটার শূন্য কেন্দ্র!

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই তিনজন ভোটার। নেই ভোটারের সারি।

জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর বিপরীতে মাঠে রয়েছেন দুইজন বিদ্রোহী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান শাহীন। বিদ্রোহী প্রার্থী (আনারস প্রতীক) দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার ও উপজেলা আওয়ামী লীগের সদস্য (কাপ- পিরিচ) হারুনর রশীদ মজুমদার।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রার্থী তিনজন হলেও লড়াই হবে মূলত নৌকা ও আনারসের মধ্যে। উপজেলায় মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ ও নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন ৪ প্রার্থী।

এদিকে, সকালে কুমিল্লার ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা কাজী খাইরুল ইসলাম বলেন, আমার কেন্দ্রের ভোটার দুই হাজার ৮৭২জন। আমরা ভোটগ্রহণ শুরু করেছি। ভোটার উপস্থিতি এখনও তেমন নেই। আশাবাদী সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে পারবো।  
  
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সিনিয়র কর্মকর্তারা কাজ করছেন। স্ট্রাইকিং টিম, পেট্রোল টিমসহ সকল টিমকে পরিস্থিতি সুন্দর রাখার নির্দেশনা দিয়েছি।

রিটার্নিং কর্মকর্তা জেলার সিনিয়র কর্মকর্তা মঞ্জরুল ইসলাম জানান, প্রার্থীরা আচরণবিধি মেনে চলছেন কিনা, তা দেখার জন্য উপজেলায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর