জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৪তম জন্মদিনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে পার্টির সহযোগী ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ।
আজ সোমবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খানের নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ মিছিল শেষে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এসময় জাতীয় ছাত্র সমাজের সভাপতি আল মামুন বলেন, 'সারাদেশের গণমানুষের হৃদয়ে হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন, আছেন এবং থাকবেন। তার জন্ম না হলে আজকে বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা থাকতো না, কারণ উন্নয়নের মূলকাঠামো তার সময়ে তৈরি করা। বাংলাদেশে মহকুমা থেকে ৬৪টি জেলা এবং ৩৬০টি উপজেলা করেন হুসেইন মুহম্মদ এরশাদ। তার দীর্ঘ নয় বছরের শাসনামলের বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে ছিল।'
বিডি প্রতিদিন/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        